ঝিনাইদহে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

নিহত সামিউল আলম

সংগৃহীত ছবি

অপরাধ

ঝিনাইদহে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

  • ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ নভেম্বর, ২০১৮

ঝিনাইদহ শহরের হামদহ কালীতলা এলাকায় সামিউল আলম নামের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বুধবার সন্ধ্যায় শহরের হামদহ এলাকার একটি বাড়ির ২য় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সামিউল ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র ছিল।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের ছেলে সামিউল আলম বিকেলে বাড়িতে একা ছিল। এ সময় দুবৃর্ত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে টাকা-গহনা লুট করে পালিয়ে যায়। নিহতের মা স্কুল শিক্ষিকা শাহিদা পারভীন মোবাইল ফোনে সামিউল আলমকে না পেয়ে বাড়িতে এসে ডাকা-ডাকি করেন। এ সময় সাড়া না পেয়ে পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে মেঝেতে সামিউলের নিথর দেহ দেখতে পান। পরে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে শিশুটিকে কেন হত্যা করা হয়েছে তা জানতে পারেনি পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads