চাঁদপুরে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর-শরীয়তপুর রূটের কেতুকি নামক ফেরি থেকে তাদেরকে আটক করা হয়।
র্যাব জানিয়েছে, চট্টগ্রাম থেকে পিক আপ ভ্যানে নিয়ে আসা মাদকের চালানটি চাঁদপুর হয়ে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় র্যাব-১১ কুমিল্লার এএসপি অহিদুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
র্যাব অভিযানের বাকী অংশ পরিচালনার স্বার্থে গ্রেফতার হওয়া ৩ জনের নাম পরিচয় দেয়নি।
অহিদুর রহমান জানান, বুধবার বিকাল থেকে তাদের অনুসরণ করে অভিযান শুরু হয়। তাদের সঙ্গে জড়িত অন্য মাদক ব্যবসায়ীদের কাছে আরো বিপুল পরিমাণ ইয়াবা থাকতে পারে। অভিযান শেষ হলে বাকী তথ্য গণমাধ্যমকে জানানো হবে।