চকরিয়ায় পুলিশ-ডাকাত গোলাগুলি, ওসিসহ আহত ৩

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চকরিয়ায় পুলিশ-ডাকাত গোলাগুলি, ওসিসহ আহত ৩

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

কক্সবাজারের চকরিয়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে তাদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে।  এ ঘটনায় আহত হয়েছে ওসি ও দুই এসআই।   পুলিশ ধাওয়া করে তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে।  আর তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬টি বন্দুক, ১৭ রাউন্ড তাজা কার্তুজ, দুটি চাকু এবং একটি নকল চুলের মুখোশ।

চকরিয়া-লামা সড়কের ফাঁসিয়াখালী রিংভং এলাকায় বুধবার রাত সোয়া ১১টা থেকে বৃহস্পতিবার ভোররাত সোয়া ১২টা পর্যন্ত গোলাগুলির ঘটনা ঘটে।

গোলাগুলির ঘটনায় আহত চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী, এসআই মো. আলমগীর ও এসআই সুকান্ত চৌধুরী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আটক ডাকাতরা হলেন- চকরিয়া উপজেলা খুটাখালীর গর্জনতলীর নুরুল হুদার ছেলে মো. গিয়াস উদ্দিন (২৮), ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালীর মৃত আনু মিয়ার ছেলে এনামুল (৩৫) ও মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ জাফুয়ার জালাল আহমদের ছেলে আবদুল হামিদ (৩০)।

তাদের বিরুদ্ধে চকরিয়া, লামা ও মহেশখালী থানায় ৮টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাতে এলাকার লোকজন থেকে খবর পাওয়া যায় চকরিয়া-লামা সড়কের ফাঁসিয়াখালী রিংভং বালু রাস্তার মাথায় সড়ক ডাকাতি করতে জড়ো হয়ে প্রস্তুতি নিয়েছে ৭-৮জন সশস্ত্র ডাকাত। খবর পেয়ে ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এসআই তানভীর আহমদ, এসআই আলমগীর, এসআই সুকান্ত চৌধুরী ও এসআই চম্পক বড়–য়াসহ একদল পুলিশ রাত সোয়া ১১টায় ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি ছোঁড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি করে। পুলিশের পক্ষ থেকে ২৩ রাউন্ড ও ডাকাতরা অর্ধশতাধিক রাউন্ড গুলি করে।

গুলিবিনিময়কালে ডানপায়ে গুলিবিদ্ধ হয়ে ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী, বা হাতে গুলি লেগে এসআই আলমগীর ও এসআই সুকান্ত চৌধুরীর বাম পায়ের পাতায় আঘাতপ্রাপ্ত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads