গলাচিপায় ম্যাক্স নিউট্রিওয়াশ প্রোগ্রাম বিষয়ে সাংবাদিকদের সাথে বৈঠক

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

গলাচিপায় ম্যাক্স নিউট্রিওয়াশ প্রোগ্রাম বিষয়ে সাংবাদিকদের সাথে বৈঠক

  • গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ মার্চ, ২০১৯

ম্যাক্স ফাউন্ডেশন, দ্যা নেদারল্যান্ডস এর আর্থিক সহায়তায় ঢাকা আহ্ছানিয়া মিশন এর আয়োজনে গলাচিপা উপজেলায় কর্মরত প্রেস ও ইলেকট্রনিক্স সাংবাদিকদের সাথে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় এক রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে গলাচিপা উপকূলীয় ৭টি ইউনিয়নে হেলদি ভিলেজ গঠনে গরীব, হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারে স্বাস্থ্যসম্মত অফসেট ল্যাট্রিন স্থাপন, নিরাপদ পানির নিশ্চিত ব্যবহার, হাত ধোয়ার ডিভাইস (ম্যাক্সি বেসিন) নিশ্চিত করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

এছাড়া মহিলা ও কিশোরদের মাসিককালীন স্বাস্থ্য পরিচর্চাসহ বাড়ীর আশে পাশে পরিস্কার পরিচ্ছন্ন খাদ্য পুষ্টির উন্নয়নে ম্যাক্স নিউট্রিওয়াশ প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষে এবং গণমাধ্যমে প্রচার করে মানুষকে উদ্ধুদ্ধ করার লক্ষে এ গোল টেবিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা প্রেসক্লাব সভাপতি ও সিনিয়র সাংবাদিক মুঃ খালিদ হোসেন মিলটন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক বাবু শংকর লাল দাস, গলাচিপা ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাদী এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন ম্যাক্স নিউট্রিওয়াশ প্রোগ্রাম ম্যানেজার মো. শফিকুল ইসলাম, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর গলাচিপা উপজলার সমন্বয়কারী রেখা ইয়াসমিন ও সিডিএইচসি এর নির্বাহী পরিচালক রমেশ চন্দ্র সীল প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মাক্স নিউট্রিওয়াশ প্রোগ্রাম সম্পর্কে ধারণা, স্বাস্থ্য পুষ্টি বিষয়ে এবং সাধারণ মানুষকে উজ্জীবিত করতে গণমাধ্যম কর্মীদের দায়িত্ব পালন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উক্ত অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ রহমানসহ বিভিন্ন প্রেস, ইলেকট্রনিক্স মেডিয়ার ২০জন সাংবাদিকরা অংশ নেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads