এফআর টাওয়ারের পাশের ভবনেও ছড়িয়েছে আগুন

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

এফআর টাওয়ারের পাশের ভবনেও ছড়িয়েছে আগুন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ মার্চ, ২০১৯

বনানীর এফ আর টাওয়ার থেকে পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। বেলা সাড়ে তিনটটার দিকে পাশের একটি ভবন থেকেও ধোয়া বের হতে দেখা যায়। 

বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুর লাগে। ২১ তলা ভবনটির ৯ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

পাশের ভবন থেকে উদ্ধার হওয়া রেজাউল করিম জানান, ‘এফ আর টাওয়ারের ২৩ তলায় আমরা দুইজন আটকে ছিলাম। সেখানে আরকেউ ছিলো না। পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ছে।’

ধোঁয়ার কারণে আগুনের ভবনের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। চারটি লেডার নিয়ে কাজ করলেও ধোঁয়ার কারণে সামনে যাওয়া যাচ্ছে না। সময় যত যাচ্ছে ততই চারপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এনায়েতউল্লাহ জানান, আগুন নেভানোর সুবিধার জন্য আশেপাশের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার কাজ করছে। পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads