এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে অন্তত ৪ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে অন্তত ৪ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ মার্চ, ২০১৯

বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রীলঙ্কান নাগরিকসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো কমপক্ষে ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অধিকাংশকেই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নিহত চার জনের মধ্যে তিনজনের মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। ওই হাসপাতালেই আহত অবস্থায় ভর্তি হয়েছেন আরো ১৩ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একজন দড়ি দিয়ে নামার সময় ঠিকমতো ধরতে না পারায় অনেক ওপর থেকেই সরাসরি মাটিতে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।

এই ঘটনায় আরো অনেক মানুষ আহত হয়েছেন। এছাড়া ভবনের ভেতর এখনও আটকা আছেন অনেকে। তারা ভেতর থেকে বাঁচার আকুতি জানাচ্ছেন। ভবনটির ভেতর থেকে পাঠানো এক ভিডিও ফুটেজে দেখা যায় এক নারী বলছিলেন, সিঁড়ি না পাঠালে মারা যাবো, দ্রুত সিঁড়ি পাঠান। আমরা নিঃশ্বাস নিতে পারছি না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads