চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর জানান, বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি জাইল্যার টেক এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাস (হাইচ) ও চট্টগ্রাম থেকে থেকে কক্সবাজারমুখী রিলাক্স পরিবহনের নৈশকোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সেসময় হাইচ গাড়িটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে অন্তত আটজন নিহত ও চারজন আহত হন।
নিহত আটজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন- লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া লস্কর পাড়া এলাকার হজেরা বেগম (২৬), চুনতি খলিফার পাড়া এলাকার আবু তাহের (২২), কক্সবাজার সদরের পিএমখালীর ছনখোলা নয়াপাড়া এলাকার মো. জিসানের স্ত্রী তসলিমা আক্তার (২০), তার শিশু মেয়ে সাদিয়া (২), তসলিমা আক্তারের মা হাসিনা মমতাজ (৪৫), চকরিয়ার খুটাখালীর উত্তর মেধাকচ্ছপিয়া এলাকার বান্ডু মিয়ার ছেলে মো. নুরুল হুদা (২৫), চট্টগ্রামের লোহাগাড়ার সিকদারপাড়া এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে আফজাল হোসেন সোহেল (৩০) ও বাঁশখালীর শেখেরখীল এলাকার মো. সিদ্দিকের ছেলে মো. সায়েম (২২)।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
স্থানীয় প্রতক্ষ্যদর্শী আনওয়ারুল হক জানান, আহত-নিহতরা সবাই মাইক্রোর যাত্রী। দুর্ঘটনার পরপরই রিলাক্স পরিবহন বাসের চালক পালিয়ে যায়।