অতিরিক্ত যাত্রী ও মারাত্মক দূষণ ছড়িয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌ-রুটে চলাচল করছে পর্যটকবাহী জাহাজ বে-ক্রুজ।
এতে পর্যটকবাহী জাহাজটির যাত্রীদের আতংক ও ঝুঁকির পাশাপাশি নির্গত বিষাক্ত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে নাফ নদীসহ আশেপাশের এলাকায়। এতে মানুষের স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি নদীর মাছ ও নাফ নদীর তীরবর্তী ম্যানগ্রোভ ফরেস্ট ও সেখানে বসবাস করা বিভিন্ন প্রজাতির পাখি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যাবে।
গত শনিবার বিকালে সেন্টমার্টিন হতে পর্যটকদের নিয়ে ফেরার পথে জাহাজটি হতে অনবরত কালো ধোঁয়া বের হতে দেখা যায়। সেই কালো ধোঁয়া যাচ্ছিল নাফ নদী সহ আশেপাশের এলাকায়। সেই সাথে জাহাজটিতে অতিরিক্ত যাত্রীর চাপও দেখা গেছে।
এসময় টেকনাফ নেটং পাহাড়ের পাদদেশে বসবাসকারী এক ব্যক্তি জানান, জাহাজটি সকাল-বিকাল কালো ধোঁয়া নির্গত করেই দীর্ঘদিন ধরে যাতায়াত করে আসছে।
এছাড়া জাহাজটি প্রায়সময় অতিরিক্ত যাত্রী বহন করে যাচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তাছাড়াও এই নৌ-রুটে আরো ৬ টি পর্যটকবাহী জাহাজ নিয়মিত চলাচল করছে। ওই জাহাজগুলোর বিরুদ্ধেও অতিরিক্তি যাত্রী বহনের অভিযোগ উঠিছে।
এব্যাপারে জানতে চাইলে জাহাজের কর্মকর্তা মো. শাহজান বলেন, জাহাজের ইঞ্জিনের সামান্য সমস্যা দেখা দিয়েছে তাই কালো ধোঁয়া বের হচ্ছে । তবে কালো ধোঁয়া যাতে কম বের হয় সেজন্য জাহাজ কম গতিতে চালানো হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান জানান, এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।