আপডেট : ২৭ August ২০২৪
নিজস্ব প্রতিবেদক: জাপান দাবি করেছে, চীনের একটি সামরিক গোয়েন্দা বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। জাপান একে পুরোপুরি অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি মঙ্গলবার (২৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বলেন, স্থানীয় সময় সোমবার রাত ১১ টার দিকে ড্যানজো দ্বীপপুঞ্জে চীনের একটি ওয়াই ৯ গোয়েন্দা বিমান ‘আঞ্চলিক আকাশসীমা লঙ্ঘন’ করার পর জাপানের যুদ্ধবিমানগুলো সতর্কতামূলক পদক্ষেপ নেয়।’ জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব আকাশসীমা লঙ্ঘনকে ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন এবং প্রতিবাদে টোকিওতে চীনা দূতাবাসের একজন কর্মকর্তাকে তলব করেছেন। বেইজিংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জাপান জানিয়েছে, সোমবার তাদের আকাশে চীনা গোয়েন্দা বিমানের অনুপ্রবেশ দুই মিনিট ছিল। নাগাসাকি এলাকায় ড্যানজো দ্বীপের উপর দিয়ে চীনা বিমানটি উড়ে যায়। অনুপ্রবেশের ঘটনায় জাপানের যুদ্ধবিমান চীনা বিমানটিকে সতর্ক করে। জাপানের সরকারি ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, এ ঘটনায় ফ্লেয়ার গানের মতো কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি। জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বলেন, জাপানের সীমানার কাছে চীনের সামরিক কার্যকলাপ বেড়েছে। জাপান বিষয়টি গুরুত্বসহ দেখবে। আকাশসীমা লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে জাপান প্রস্তুত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১