আপডেট : ১২ August ২০২৪
সিংগাইর মানিকগঞ্জ প্রতিনিধি: আমাদের এ দেশ হিন্দু-মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের । সব সম্প্রদায়ের অধিকার রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। যে কারণে জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও সকল সম্প্রদায়ের অধিকার রক্ষা করব। সোমবার (১২ আগষ্ট) সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নাজিরপুর রাধা গোবিন্দ জিউর আখড়া পূজামন্ডপ পরিদর্শন কালে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ মঈন খান এসব কথা বলেন। এ সময় তিনি ঐ এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের খোঁজ খবর নেন । তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রতি বাজায় রেখে সকলে মিলে মিশে বসবাস করতে হবে। যে কোনো মূল্যে নিজেদের মধ্যে সোহার্দ্য সম্প্রীতি বজায় রাখতে হবে। আপনারা সুন্দরভাবে, নির্ভয়ে বসবাস ও ব্যবসা-বানিজ্য চালিয়ে যান। সেনাবাহিনী ও পুলিশ আপনাদের পাশে আছে। যুবকদের সমন্বয়ে কমিটি করে নিজ নিজ এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করুন । আসুন সকলের প্রচেষ্টায় আমরা সবাই মিলে একটি সুখী-সুন্দর দেশ গড়ে তুলি। এতে উপস্থিত ছিলেন মানিকগঞ্জে দায়িত্বপ্রাপ্ত লে: কর্ণেল জুনাইদ উদ্দিন, জেলা প্রশাসক রেহেনা আক্তার ও পুলিশ সুপার গোলাম আজাদ খান, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি মনোরঞ্জন ঘোষ ও সাধারণ সম্পাদক ইতিরানি সাহা প্রমূখ । এর পরই সিংগাইর থানা পরিদর্শন করেন জিওসি মেজর জেনারেল মো: মঈন খান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১