বাংলাদেশের খবর

আপডেট : ১২ August ২০২৪

বিদেশি এক্সচেঞ্জ হাউজগুলোতে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের ভিড়

মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি এক্সচেঞ্জ হাউজ। ছবি: সংগৃহীত


নিজস্ব প্রতিবেদক:

শেখ হাসিনা সরকার পতনের পর ৭ থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩৮৭.১২ মিলিয়ন ডলার

শেখ হাসিনা সরকার পতনের পর দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরসহ বিভিন্ন দেশের এক্সচেঞ্জ হাউজগুলোতে বেড়েছে প্রবাসীদের ভিড়। 

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পতনের আগে ও একদিন পর পর্যন্ত, অর্থাৎ ১ থেকে ৬ আগস্টের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছিল ৯৫.৬৫ মিলিয়ন  ডলার। 

আর পতনের পর ৭ থেকে ১০ আগস্ট রেমিট্যান্স এসেছে ৩৮৭.১২ মিলিয়ন ডলার। এর মধ্যে দুদিন ছিল সপ্তাহিক ছুটি।

সবমিলে চলতি আগস্টের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৪৮২.৭৭ মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

খাত সংশ্লিষ্টরা জানান, গত মাসে কোটা সংস্কার আন্দোলন, ইন্টারনেট ও সংঘাতের কারণে প্রবাসীরা রেমিট্যান্স শাটডাউন ঘোষণা দেন। এর প্রভাবে ওই মাসে রেমিট্যান্স প্রবাহ কমে। তার ধারাবাহিকতা চলতি মাসের প্রথম সপ্তাহেও ছিল। তবে সরকার পতনের পর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ভবিষ্যতে আরও বাড়বে বলে আশা করছেন তারা। 

তাদের মতে, শেখ হাসিনার পতনের পর বর্তমানে দেশে হুন্ডি একেবারে বন্ধ রয়েছে। টাকা পাচার, আন্ডার বা ওভার ইনভয়েসিংয়ের মতো কারসাজিমূলক বিষয়গুলো বন্ধ থাকায় বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। 

তারা বলছেন, অন্তর্বর্তী সরকার যতদিন থাকবে, ততদিন হুন্ডি কম থাকবে। যেমনটি হয়েছিল কোভিডের সময়ে।

এর আগে, গেল জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলন ও কোরবানি পরবর্তী মাস হওয়ায়  প্রবাসী আয় আসা উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। 

জুলাই মাসে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা ছিল গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। 

কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে দেখা যায়, জুলাই মাসে প্রবাসী আয় এসেছে প্রায় ১.৯১ বিলিয়ন ডলার। যদিও তার আগের মাস জুনে এসেছিল ২.৫ বিলিয়ন ডলার। 

বেসরকারি একটি ব্যাংকের ট্রেজারি প্রধান টিবিএসকে বলেন, "রোববারে কিছুটা কম পেলেও আজ সোমবারে বিদেশি এক্সচেঞ্জহাউজগুলো ভালো পরিমাণের রেমিট্যান্স পাচ্ছে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের এমন ধারা অব্যাহত রাখলে ডলার সংকট কেটে যাবে।" 

ইসলামী ধারার একটি ব্যাংকের ট্রেজারি প্রধান টিবিএসকে বলেন, "দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্যের এক্সচেঞ্জ হাউজগুলো থেকে আজ সোমবার ভালো পরিমাণে রেমিট্যান্স আসছে।"


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১