বাংলাদেশের খবর

আপডেট : ০৫ July ২০২৪

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ আজ


আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ আজ। ভোটে লড়বেন সংস্কারপন্থি নেতা মাসুদ পেজেশকিয়ান ও কট্টরপন্থী সাঈদ জলিলি।

শুক্রবার (৫ জুলাই) এই নির্বাচনে ইরানের ভেতরে যেমন ভোটকেন্দ্র থাকছে তেমনি বিদেশেও ভোটগ্রহণের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এতে করে বিদেশে অবস্থানকারী ইরানিরাও ভোট দিতে পারবেন।

মূলত গত শুক্রবারের নির্বাচনে কোনো প্রার্থীই প্রদত্ত ভোটের শতকরা ৫০ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ায় এই নির্বাচন রান-অফ বা দ্বিতীয় পর্বে গড়িয়েছে। এ কারণে ইরানের আইন অনুযায়ী নির্বাচনে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দুই প্রার্থী অর্থাৎ মাসুদ পেজেশকিয়ান এবং সাঈদ জালিলির মধ্যে আজ দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

রান-অফেও বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। এর আগে, প্রথম ধাপের নির্বাচনে চমক দেখিয়েছেন পেজেশকিয়ান। পেয়েছিলেন সর্বোচ্চ এক কোটি ৪ লাখ ভোট।

৯৫ লাখ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন কট্টরপন্হি জলিলি। তবে, কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট পায়নি। প্রথম ধাপে লড়েছিলেন ৪ প্রার্থী।

সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইরানের স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। স্বাভাবিক নিয়মে ১০ ঘণ্টা ভোটগ্রহণ করা হবে। তবে প্রয়োজনে ভোট গ্রহণের সময় বাড়ানো যাবে। বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১