বাংলাদেশের খবর

আপডেট : ২৬ June ২০২৪

পোল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করেছে ফ্রান্স


ক্রীড়া ডেস্ক: 

পোল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফ্রান্স। ফলে এক জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে অস্ট্রিয়ার সঙ্গী হয়ে শেষ ষোলোয় উঠে গেছে ফ্রান্সও। তবে ‘ডি’ গ্রুপ থেকে পোল্যান্ডের শেষ ষোলোর আশা শেষ হয়ে গিয়েছিল আগেই। বুধবার (২৬ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্পোর্টস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইডুনা পার্কে ফ্রান্সের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পের। পোল্যান্ডের বিপক্ষে আজ ফরাসি ফরোয়ার্ডের গোলটা এসেছে ম্যাচের ৫৬ মিনিটে। পেনাল্টি স্পট থেকে।

অন্যদিকে, ম্যাচের ৭৯ মিনিটে পোল্যান্ডের হয়ে পেনাল্টি স্পট থেকে গোল করেন সুপারস্টার রবার্ট লেভানডফস্কি। সর্বশেষ ইউরোতে চারটি, এবারের ইউরোতে এ নিয়ে দুটি, মোট ছয় ম্যাচে এটাই এমবাপ্পের প্রথম গোল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১