বাংলাদেশের খবর

আপডেট : ১২ June ২০২৪

চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট


নিজস্ব প্রতিনিধি:

বন্দর নগরী চট্টগ্রামের সিটি গেট এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

আজ বুধবার (১২ জুন) সকাল দশটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কীভাবে আগুন লেগেছে, সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ঝুটের গুদামটিতে গার্মেন্টেসের বিভিন্ন ধরনের সুতা ছাড়াও নানা ধরনের মেশিনারিজ ছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে, ঝুট কাপড় ও সুতা থাকায় গুদামটিতে আগুন লাগায় চারপাশ কালো ধোয়ায় ছেয়ে গেছে। ফলে আগুন নির্বাপণে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল এগারটার দিকে প্রথমে গুদামটি থেকে ধোঁয়া উড়তে দেখেন তারা। মুহূর্তেই জ্বলে ওঠে আগুন। ধীরে ধীরে তা ভয়াবহ রূপ নেয়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১