বাংলাদেশের খবর

আপডেট : ২১ May ২০২৪

হঠাৎ লিফটে আটকে গেলে ভয় না পেয়ে যা করতে হবে


অনেকেই এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। যেহেতু প্রতিদিন অনেকেই অফিস কিংবা বাড়িতে লিফট ব্যবহার করেন। ফলে এমন অভিজ্ঞতা নিজের হয়েছে কিংবা অন্য কারও কাছ থেকে শুনেছেন। প্রায়ই শোন যায় লিফট ছিঁড়ে দুর্ঘটনায় আহত কিংবা নিহত হয়েছেন কেউ।

অনেক সময় এমন হতে পারে যে লাইট নিভে গিয়ে কেউ লিফটে আটকে গিয়েছেন। এমন সময় হঠাৎ ভয় লাগা স্বাভাবিক। আবার দেখা যায় নিচে নামার পরিবর্তে একটি লিফট উপরে যেতে শুরু করে এবং রকেটের গতিতে ছুটে ছাদে ধাক্কা খায়। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে বুদ্ধি কাজে লাগাতে হবে। তাহলে সুস্থভাবে এখান থেকে বের হতে পারবেন।

চলুন জেনে নেওয়া যাক হঠাৎ লিফটে আটকে গেলে কী করবেন

✪ লিফটে আটকে যাওয়া আতঙ্কের কারণ হতে পারে। লিফটে লোকের সংখ্যার উপর নির্ভর করে, সবাই যদি আতঙ্কে প্রবল ভাবে শ্বাস নিতে শুরু করে, তবে অস্বস্তি বাড়বে। শান্ত থাকার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে এবং লিফটে উপস্থিত অন্যান্য ব্যক্তিদেরও শান্ত রাখার চেষ্টা করতে হবে।


✪ লিফটে অ্যালার্ম টিপে কারও সাড়া দেওয়ার জন্য অপেক্ষা করতে হব। প্রয়োজনে লিফটের বোতাম টিপে ফোন করা যেতে পারে। পরিস্থিতি সামাল দিতে পারে এমন কাউকে কথা বলতে দিতে হবে।

✪ দরজা থেকে দূরে থাকুন। লিফট বা অ্যালার্ম কোম্পানির সঙ্গে যোগাযোগ করার পরে, লিফটের পেছনের দিকে দাঁড়িয়ে থাকুন। যাতে লিফট কোম্পানি বা কেউ যখন দরজা খোলার চেষ্টা করে, তাদের ভেতরে প্রবেশের জন্য একটি জায়গা থাকে।


✪ যখন লিফট ভেঙে যায়, তখন কিছু মানুষ ঘাবড়ে যায় এবং লাফিয়ে লিফট চালানোর চেষ্টা করে। কিন্তু এতে লিফটের স্টেবিলাইজার সিস্টেম প্রভাবিত হয় এবং এটিকে স্থির রাখা আরও কঠিন হয়ে উঠতে পারে। তাই লাফালাফি করবেন না শান্ত থাকুন।

✪ দরজা খোলার চেষ্টা কলেন না। যদি লিফটে আটকে থাকবেন, তখন অনেকেই দরজা খুলতে আগ্রহী হয়ে উঠবেন, এটাই স্বাভাবিক। দরজা খোলা থাকা অবস্থায় লিফট চলতে শুরু করলে লিফট থেকে মানুষের পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই কখনই লিফটের দরজা নিজে খোলার চেষ্টা না করাই ভালো।


✪ যদি দেখেন লিফট খুব দ্রুত গতিতে নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে শুয়ে পড়ুন। কাছে কোনো ব্যাগ থাকলে সেটি মাথার নিচে দিন। না থাকলে হাত মাথার নিচে দিয়ে শুয়ে পড়ুন। এতে বড় আঘাত থেকে রক্ষা পাবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১