বাংলাদেশের খবর

আপডেট : ০৭ May ২০২৪

ভিভো ওয়াই ৩৮ স্মার্টফোন: রয়েছে ৭ ইঞ্চির ডিসপ্লে


বড় ডিসপ্লের স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হলো ভিভো। যার মডেল ওয়াই৩৮। এটি একটি ৫জি স্মার্টফোন। এই ফোনে পাবেন ৬.৬৮ ইঞ্চির ডিসপ্লে। এর সঙ্গে কোম্পানি ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজও দিয়েছে। ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরাও দেওয়া হয়েছে।

ওয়াই সিরিজের এই ফোনে বড় ডিসপ্লে ছাড়াও শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। এতে পাবেন ৬০০০ এমএএইচ ব্যাটারি। যা চার্জ দেওয়ার জন্য রয়েছে ফাস্ট চার্জার।

ফোনটিতে পাবেন ৬.৬৮ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল। এতে ১২০ হার্জ রিফ্রেশ রেট মিলবে। আরও আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেনারেশন ২ চিপসেট। ফোনটি ৮ জিবি র‌্যাম বিল্টইন পাবেন।


এই হ্যান্ডসেটের অন্যান্য ফিচারগুলোর মধ্যে রয়েছে ডুয়েল সিম, ৫জি, ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি, টাইপ সি পোর্ট এবং সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সঙ্গে আছে হেডফোন জ্যাকও। এই ফোন ধুলা ও পানিরোধী। কেননা, এটি আইপি৬৪ রেটিং প্রাপ্ত।

এই ডিভাইসটি অ্যানড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ ভার্সনে রান করবে।


ভিভো ওয়াই৩৮ ফোনে এলইডি ফ্ল্যাশসহ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। এটিতে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স এবং একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা লেন্স রয়েছে। এছাড়াও, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১