বাংলাদেশের খবর

আপডেট : ০২ May ২০২৪

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫


হবিগঞ্জ প্রতিনিধি:

ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন ও প্রাইভেটকার চালকসহ ৫ জন নিহত হয়েছে। বুধবার (১ মে) দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের হরিতলা বাদশা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের বাড়ি বরিশাল জেলায়। তারা ঢাকার সাভার এলাকায় বাসা ভাড়া করে বসবাস করেন। তারা একটি গার্মেন্টসে চাকরি করতেন বলে জানা গেছে। মাজার জিয়ারতের জন্য পরিবারের সবাই মিলে প্রাইভেটকার যোগে সিলেট যান।

ফেরার পথে গত রাত ২টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কে শাহপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক নারী, ১২ বছর বয়সী এক শিশু এবং প্রাইভেটকারের চালকসসহ ৩ জন পুরুষ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১