আপডেট : ১৭ April ২০২৪
চুয়াডাঙ্গা প্রতিনিধি: রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন চুয়াডাঙ্গায় পৌঁছানোর পর বিকল হয়ে যাওয়ায় প্রচণ্ড গরমে ৪ ঘণ্টা ধরে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। আজ বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ট্রেনটির ইঞ্জিনটি বিকল হয়ে যায়। টানা ৪ ঘণ্টা পর বেলা ১২ টার দিকে খুলনা থেকে অতিরিক্ত ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটি নিয়ে যাওয়া হয়। এসময় বিকল হয়ে যাওয়া ট্রেনের যাত্রীরা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৭ ডিগ্রি তাপদাহে প্রচণ্ড গরমে চরম দুর্ভোগে পড়েন। ট্রেনের লোকো মাস্টার জাহিদুল ইসলাম জানান, হঠাৎ করে ইঞ্জিনে শক্তি না পাওয়ায় সেটা বিকল হয়ে পড়ে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানোর পর খুলনা থেকে বিকল্প ট্রেন ইঞ্জিন নিয়ে এসে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় যাত্রীদর সাময়িক দুর্ভোগ হয়েছে। খুলনা থেকে ট্রেন ইঞ্জিন আসার পর ট্রেনটি দুপুর ১২ দিকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১