আপডেট : ১৬ April ২০২৪
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে প্রথম ধাপে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এএইচএম কামরুল হাসান। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রথম ধাপে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । সোমবার (১৫ এপ্রিল) বিকেল পর্যন্ত কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন । ৩ চেয়ারম্যান প্রার্থী হলেন আশরাফী মেহেদি হাসান, হাবিবুর রহমান হাবিব ও আমজাদ হোসেন স্বপন। ৬ ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন নুরুজ্জামান, মোজাম্মেল হক, মাহমুদুল হাসান, এম এ সাদ্দাম হোসাইন রুবেল পালোয়ান, আবু জাফর মো. শামসুল হক ও মো. ফারুক ভূইয়া। ৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন হলেন জুয়েনা আহমেদ, শর্মিলা রোজারিও এবং শর্মীলি দাস মিলি। তফশিল অনুযায়ী ১৭ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই , নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপিলের সময় ১৮ থেকে ২০ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ হবে ৮ মে ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১