আপডেট : ২২ February ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক: দ্বীপ রাষ্ট্র তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে উত্তেজনা বিরাজ করছে আমেরিকার। এর মধ্যেই তাইওয়ানকে ৭৫ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার তাইপের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির এ প্রস্তাব অনুমোদন দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বিষয়টি নিশ্চিত করেছে। তাইওয়ান ও চীনের মধ্যে তুমুল উত্তেজনার মধ্যেই তাইপের কাছে সামরিক সরঞ্জাম সরবরাহের কথা জানালো ওয়াশিংটন। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে চীন। অন্যদিকে চীনের এ দাবিকে প্রত্যাখ্যান করে আসছে তাইওয়ান। যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ চীনের সঙ্গে উত্তেজনা আরও বাড়াবে বলে আশঙ্কা তৈরি হয়েছে। পেন্টাগন জানিয়েছে, সামরিক প্যাকেজের মধ্যে ক্রস ডোমেন সলিউশন, উচ্চ নিশ্চয়তা ডিভাইস, গ্লোবাল পজিশনিং সিস্টেম রিসিভার, যোগাযোগ সরঞ্জাম, প্রযুক্তিগত পরিষেবা, লজিস্টিক ও প্রোগ্রাম সহায়তা সম্পর্কিত অন্যান্য সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে। তাইপেকে নতুন করে সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়টি মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে পেন্টাগন। তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। তা সত্ত্বেও দেশটিকে নিয়মিত সামরিক সহায়তা দেয় আমেরিকা। চীনের আশঙ্কা, মার্কিন সহায়তায় একটা সময় স্বাধীনতা চেয়ে বসবে তাইওয়ান। সূত্র: রয়টার্স bk-asif
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১