বাংলাদেশের খবর

আপডেট : ১৯ February ২০২৪

আফগানিস্তানে বরফ ধসে মৃত্যু ২৫


পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের নোরগারাম জেলার একটি গ্রামে রবিবার (১৮ ফেব্রুয়ারি) এক ভয়াবহ বরফ ধসে অন্তত ২৫ জনের প্রাণহানী ঘটেছে। এছাড়া আরও ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) জেলা গভর্নর কারি হাবিবুল্লাহ সাবির এ তথ্য নিশ্চিত করেন।

রবিবার গভীর রাতে নোরগারাম জেলার তাতিন দারা এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাতের প্রেক্ষিতে এই দুর্ঘটনা ঘটে। হাবিবুল্লাহ সাবির বলেন, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষের মুখপাত্র মোল্লা জনান সায়েক বলেছেন, হতাহতের সংখ্যা বাড়তে পারে। তিনি আরও জানান, ভূমিধসের কারণে অন্তত ২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বেশ কিছু অঞ্চলে রবিবার বিকাল থেকে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে।

সূত্র: সিনহুয়া

/মামুন


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১