আপডেট : ২২ January ২০২৪
নিজস্ব প্রতিনিধি: বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর তুষারপাতের অনুপস্থিততে এই অঞ্চলের পর্যটনশিল্প ভেঙে পড়েছে। কর্মকর্তারা বলছেন, গত জানুয়ারিতে প্রায় ১ লাখ পর্যটক কাশ্মীরে গিয়েছিলেন। কিন্তু এ বছর সেই সংখ্যা অর্ধেকেরও বেশি কমে গেছে।
পৃথিবীর স্বর্গ খ্যাত কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর হাজারো পর্যটকের সমাগম হয়। শীতকালে নতুন রূপে সেজে উঠে ভারতের হিমালয়ান পর্বতমালার সবচেয়ে বড় উপত্যকাটি। সাদা তুষার দেখতে প্রতি শীতেই সেখানে পর্যটকদের ভিড় জমে। কিন্তু এই শীতে তুষারহীন কাশ্মীর। সাদা বরফে ঢাকা পর্বতগুলো শুকিয়ে প্রায় বাদামি ও সবুজ রং ধারণ করেছে। কাশ্মীরের মনোরম শহর গুলমার্গে এবারের শীতে তুষার পড়েনি।
বিশেষজ্ঞরা বলছেন, তুষারহীন শীত অঞ্চলটির অর্থনীতিতে বিপর্যয়কর প্রভাব ফেলবে। কারণ, জম্মু ও কাশ্মীরের জিডিপির প্রায় ৭ শতাংশ পর্যটন খাত থেকে আসে। এটি কৃষিকাজ এবং জল সরবরাহকেও প্রভাবিত করবে। কারণ, স্বল্প তুষারপাত ভূগর্ভস্থ জলের মজুত পর্যাপ্তভাবে পূরণ করবে না। এদিকে জলবায়ু সংকটের ফলে অঞ্চলটিতে বৃষ্টিপাতের ঘাটতিও দেখা গেছে।
গুলমার্গ হোটেলিয়ার্স ক্লাবের সভাপতি আকিব ছায়া বলেছেন, ৪০ শতাংশের বেশি হোটেল রিজার্ভেশন বাতিল করা হয়েছে। নতুন বুকিং বর্তমানে আটকে আছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, তুষার না থাকায় পর্যটকরা তাদের রিজার্ভেশন বাতিল করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১