বাংলাদেশের খবর

আপডেট : ১২ December ২০২৩

সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও আহত -৫


সোনারগা ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও  উপজেলার পিরোজপুর ইউনিয়ন  পরিষদের  চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের  সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যানের চাচা নুরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত ও তার ছেলে আহত হন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল এলাকায় দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও পাঁচ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে পূর্বাচল ৩০০ ফুট সড়কের ভূইয়া বাড়ি ব্রিজ এলাকায় যাত্রীবাহী দুই প্রাইভেটকারের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গাড়িতে থাকা ইঞ্জিনিয়ার মাসুম চেয়ারম্যানের চাচা নুরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত ও তার ছেলে আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, দুই প্রাইভেটকারীর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দুজন মারা যান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১