আপডেট : ০৭ December ২০২৩
রাজধানীর তেজগাঁও এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। জানা গেছে, ক্রেনটি দিয়ে রেললাইনের পাশেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছিলো। বৃহৎ আকৃতির ক্রেনটি দিয়ে কাজ করার সময় তিতাস কমিউটার ট্রেনটির ইঞ্জিনে ধাক্কা লাগে। এতে ট্রেনটির ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে পাশের রেললাইনের ওপর পড়ে যায়। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে কতক্ষণ নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১