আপডেট : ২৭ August ২০২৩
নিজস্ব প্রতিনিধি: হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকীর শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট ২৩) বিকালে হাজীগঞ্জ বাজারে বালুর মাঠে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে এবং হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দীনের সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে সকল ইউনিয়নের সভাপতি সেক্রেটারি, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১