বাংলাদেশের খবর

আপডেট : ২৬ August ২০২৩

ভোলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু


অচিন্ত্য মজুমদার, ভোলা:


ভোলায় অটোরিকশার চার্জের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মো: শাহীন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর রমেশ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শাহীন একই গ্রামের মোঃ কামাল হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয় প্রতক্ষদর্শীরা জানান, সকালে প্রতিদিনের মতো চার্জে থাকা অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে যায় চালক শাহীন। এসময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় সে। পরিবারের লোকজন আহত শাহীনকে উদ্ধার করে দ্রুত ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় শাহীনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১