বাংলাদেশের খবর

আপডেট : ১০ June ২০২৩

নন্দীগ্রাম সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ সিএনজি চালক নিহত


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে সিএনজি পিক—আপ মুখোমুখি সংঘর্ষে শাহাবুল ইসলাম (২৬) নামের এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১০জুন) সকাল ৬টায় কুন্দারহাট বাসস্ট্যান্ডে এদুর্ঘটনাটি ঘটে। জানা যায় সে রাজশাহী জেলার বাঘা থানার হরিরামপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে। কুন্দারহাট হাইওয়ে থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, রাজশাহী থেকে একটি মাছ বোঝাই সিএনজি বগুড়ার দিকে যাচ্ছিল। সিএনজি ঘটনাস্থলে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সিএনজি চালক শাহাবুল ইসলাম। এবিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী জানান,দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। অটোরিকশা ও পিকআপ পুুলিশ হেফাজতে রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১