বাংলাদেশের খবর

আপডেট : ০২ April ২০২৩

আশুলিয়ায় দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর।


সিমা আক্তার ছোঁয়া, সাভারপ্রতিনিধি:
আশুলিয়ায় আলী নুর পরিবহন নামের দুটি বাসের রেষারেষিতে মাঝে পড়ে মেহেদী হাসান (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই দুটি বাসে আগুন ধরিয়ে দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আজ রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জিরাবোর ম্যাগপাই এলাকায় বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান রাজধানী ঢাকার ডেমরা থানার টুলটুলিয়া এলাকার মো. মাজেদ ওরফে বাহারুলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে আলী নুর পরিবহনের দুই বাস টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক হয়ে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল। পরে জিরাবো এলাকায় সকাল সাড়ে সাতটার দিকে বাস দুটির আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান নিহত হন। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাস দুটিকে আটক করলে যাত্রীরা নেমে যান। পরে ঘটনাস্থলেই আলী নুর পরিবহনের ঢাকা মেট্টো- ব-১৩-১১৭৩ এবং ঢাকা মেট্টো-ব-১৫-৭৭৬৫ নাম্বারের দুইটি যাত্রীবাহী বাসে আগুন ধড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা ।
জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবির হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁরা বাস দুটির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, এক মোটরসাইকেল আরোহীর নিহত হওয়ার ঘটনায় উত্তেজিত জনতা দুটি বাসে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর রেকার দিয়ে সড়ক থেকে বাস দুটিকে সরিয়ে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১