আপডেট : ২০ March ২০২৩
মোঃ অবুল হোসেন সরদার, শরীয়তপুর প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর—১ আসনে আওয়ামীলীগ বিএনপি ও জাতীয় পার্টির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনী তৎপরতা তথা জনসংযোগ শুরু করেছেন। বিশেষ করে শাসকদল আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যে বিভিন্ন সভা—সমাবেশ ,মিটিং—মিছিল,বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান সহ নানা কৌশলে তাদের নিজ নিজ এলাকায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। সভা সমাবেশে বা কোন সামাজিক অনুষ্ঠানে গিয়ে মনোনয়ন প্রত্যাশীরা নিজের গুন কীত্তন ও দলের উন্নয়নের ফুল ঝুড়ি ছড়াচ্ছেন। যে যার মত করে নিজের কাছে ভোটারদের ভিড়ানোর যত কৌশল আছে তা তারা প্রয়োগ করে যাচ্ছেন। যারা মনোনয়ন প্রত্যাশী তারা সকলেই আশাবাদী তাদের দল থেকে মনোনয়ন পাবেন। কেন দল তাকে মনোনয়ন দিবে সে ব্যাখ্যা ও তারা ভোটারদের কাছে তুলে ধরছেন। যারা ঢাকায় বসবাস করেন তারা ঘন ঘন বাড়ি আসছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। এলাকায় কেউ মারা গেলে জানাযায় ও তারা শরিক হচ্ছেন। এমনি ভাবে চলছে নির্বাচনী জনসংযোগ। যারা নির্বাচন করার আশা প্রকাশ করছেন তারা কেউ বসে নেই। সকলেই এখন মাঠে।সকলেই চেষ্টা করছেন দলীয় প্রধানের আস্থা কুড়ে নিতে। এ জন্য তারা সামাজিক যোগাযোগ ফেইসবুকে তাদের কর্মকান্ড ছড়িয়ে দিচ্ছেনশরীয়তপুর—১ (পালং জাজিরা ) এ আসনে মনোনয়ন প্রত্যাশী নাম শোনা যায় তাদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য সাবেক ছাত্র নেতা আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা মহসিন হলের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সহসভাপতি আলহাজ মোঃ আবদুল আলীম বেপারী, সাবেক সংসদ সদস্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহিদুল হক, লেঃ কর্ণেল অব সৈয়দ নজরুল ইসলাম রাসেল, জাজিরা উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি শিল্পপতি মোবারক আলী সিকদার , শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার, কেন্দ্রীয় ছাত্রলীগৈর সাবেক সহসভাপতি শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিনেট সদস্য মেহেদী জামিল এর নাম শোনা যায়।
এ দিকে বিএনপি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিলে এ আসন থেকে যারা মনোনয়ন প্রত্যাশা করেন তাদের মধ্যে অন্যতম সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, জেলা বএনপির সাবেক কোষাধ্যক্ষ কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোঃ মজিবুর রহমান মাদবর। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এড তাহমিনা আওরঙ্গ,কেন্দ্রীয় কৃষকদলের সহসধারন সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর।
জাতীয়পার্টি (এরশাদ) মনোনয়ন প্রত্যাশী শরীয়তপুর জেলা কমিটির সভাপতি এড. মাসুদুর রহমান। জেলা জাসদ সভাপতি ও কেন্দ্রীয় জাসদ (ইনু) সাংগঠনিক সম্পাদক স ম মালেক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১