আপডেট : ১২ January ২০২৩
এম এ রাজ্জাক, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় তোফাজ্জল হোসেন (৩৮) নামে এক ব্যক্তি আটক হয়েছেন। তিনি একজন রাজমিস্ত্রির হেড মিস্ত্রি। বুধবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার কশব ইউনিয়নের চকবালু গ্রামের সৌদি প্রবাসী হাফিজুর রহমানের স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
তোফাজ্জল হোসেন নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিন নুরুল্যাবাদ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। স্থানীয়রা অভিযোগ করেন, মেয়েটির স্বামী প্রবাসে থাকায়,এই সুযোগ ব্যবহার করে দুই সন্তানের জনক লম্পট তোফাজ্জল।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরু-এ-আলম সিদ্দিকী জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরে তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে ওই নারী বাবা আকবর হোসেন তোফাজ্জল হোসেনের বিরুদ্ধ মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১