আপডেট : ১২ January ২০২৩
ফয়সল চৌধুরী , হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহাজিবাজার গ্যাসফিল্ড এলাকা ডায়না ট্রাকের সাথে মাইক্রোবাসের ধাক্কায় মাইক্রো চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। তাৎক্ষনিকভাবে আহতদের নাম জানা যায়নি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাইক্রো চালক আব্দুল মালেক (৩৫) শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখোলা গ্রামের শুকুর আলী পুত্র।
পুলিশ জানায়, সিলেটগামী ছোট ডায়না ট্রাককে পিছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কার দেয়। এতে মাইক্রোবাসে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হয় এবং
চালক আব্দুল মালেক গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জে সদর হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভূইয়া সত্যতা নিশ্চিত করে জানান- ঘন কুয়াশার কারণে এ দূর্ঘটনা হতে পারে। দূর্ঘটনায় কবলিত গাড়ি দুইটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১