আপডেট : ০২ January ২০২৩
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে এএসপি মাধবপুর সার্কেল নির্মলেন্দু চক্রবর্তীসহ ৪ পুলিশ আহত হয়েছেন। এর মধ্যে তিন পুলিশ সদস্য কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়া নামক স্থানে সোমবার সকাল পৌনে দশটায় এ ঘটনা ঘটে।
মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তীসহ তার দেহ রক্ষি টিটু বর্মন (২৩),কনস্টেবল সুজন দাস (২৫) ,মাসুম আহম্মদ( ২৬) ও আবুল হোসেন (৪৩) আহত হয়েছেন।
মাধবপুর সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্তী সঙ্গীয় ফোর্স দের নিয়ে হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে একটি সভায় যাওয়ার পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ঢাকা মেট্রো -চ-১৩-৪৮৯৩৯ পুলিশ ভ্যানকে ধাক্কা দিলে পিকআপটি উল্টে গিয়ে ৪ পুলিশ সদস্য আহত হন।
ঘটনার পরপরই মাইক্রোবাস চালক পালিয়ে যায়। পুলিশ মাইক্রোবাসটি কে আটক করেছে। মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১