আপডেট : ১১ December ২০২২
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ স্থানীয়রা আশঙ্কা জনক অবস্থায় কিবরিয়া কে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার আর এম ও ডাঃ মইনুদ্দিন সেতু বলেন, নিহতের গায়ে ছয় থেকে সাতটি স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে রাতেই ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া সহ পুলিশের উর্ধ্বতন কর্মকতার্রা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। ওসি জিয়ারুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে ঘাতক ছেলে মায়ের পক্ষ নিয়ে বাবাকে খুন করে। রোববার নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতককে ধরার চেষ্টা চলছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের ছিলাধরচর গ্রামে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার রাত ৯টার দিকে। বাবা—মায়ের মাঝে ঝগড়াঝাঁটির এক পর্যায়ে মায়ের পক্ষ নিয়ে এ পর্যায়ে ঘাতক পুত্র বাবাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায়। নিহত বাবার নাম কিবরিয়া ফকির (৫০)। সে মৃত্যু আদল ফকিরের ছেলে। পাষন্ড ছেলের নাম— নাঈম ফকির(২০)। সে ভাঙ্গা বাজরে একটি হোটেলে কাজ করতো। বাবা ট্রান্সপোর্ট এ কাজ করতো। এলাকাবাসী পুলিশ সূত্রে প্রকাশ, নিহত কিবরিয়া ও স্ত্রী তাছলিমা বেগমের মাঝে প্রায়ই পারিবারিক কলহ বিরাজ করত। ঘটনার রাতে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এ সময় ঘাতক নাঈম মা তাছলিমার পক্ষ নিয়ে বাবাকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১