আপডেট : ০৪ December ২০২২
এম এ রাজ্জাক, নওগাঁ প্রতিনিধিঃ স্থানীয় লোকজন জানান, ইট ভাটার ধোঁয়ার কারণে রাতের বেলা আমরা ঘুমাতে পারছি না। বাচ্চারা শ্বাসকষ্টসহ নানা অসুখে পড়ছে। সেই সাথে, এলাকাতে গাছপালা, ফসলি জমিজমা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের ক্ষতি হচ্ছে। ফসলি জমি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশ অধিদফতর মাঝে মধ্যে আসলে ও সেগুলোর অধিকাংশ আবারো নতুন করে গড়ে উঠছে। পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়াই উচ্ছেদ করা অবৈধ ইটভাটা আবারো নতুন করে কিভাবে গড়ে উঠছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ইটভাটা দুই একটি বন্ধে তৎপরতা দেখা গেলেও বেশিরভাগ সময় নেই প্রশাসনের নজরদারি। প্রতি বছর অক্টোবর মাসে ইটভাটাগুলোর কাজ শুরু হয় এবং তা চলে মে-জুন পর্যন্ত বৃষ্টির আগ পর্যন্ত। প্রত্যেকটি ইটভাটায় ১২-১৩ রাউন্ড ইট পোড়ানো হয়। প্রত্যেক রাউন্ডে ৩/৪ লাখ ইট পোড়ানো হয়। আর প্রত্যেক ইটভাটায় বছরে গড়ে এক কোটি ইট উৎপাদন হয়। সংশ্লিষ্টরা বলছেন, প্রতি রাউন্ড ইট পোড়াতে প্রায় ৮-৯ হাজার মণ জ্বালানি কাঠ লাগে এবং সেই হিসাবে এক মৌসুমে একটি ইটভাটায় গড়ে কাঠ পোড়ে প্রায় এক লাখ মণ। মান্দা ইউএনও অফিসসূত্রে জানা যায়, বর্তমানে উপজেলায় ৩৫-৩৬ টি ইটভাটা চলমান রয়েছে। মান্দা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি বলেন, উপজেলায় অবৈধ ইটভাটাসহ যে সকল ভাটাতে কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পেড়ানো হচ্ছে তাদের বিরুদ্ধে খুব দ্রুতই উপজেলা প্রশাসন থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে নওগাঁর মান্দায় অধিকাংশ ইটভাটাগুলোতে অবাধে কাঠ দিয়ে চলছে ইট পোড়ানোর কাজ। উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ভাটাগুলোতে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় ফলজ ও বনজ গাছ উজাড় হচ্ছে।
পরিবেশবান্ধব বলা হলেও আড়ালে গাছ ও নিম্নমানের কয়লা পোড়ানো হচ্ছে ওই সব ভাটায়। ভাটার কালো বিষাক্ত ধোঁয়ায় আশপাশের বাড়িঘর, ফসলি জমি, ফলের গাছ, জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। জনবসতি ও ফসলি জমিতে ইটভাটা স্থাপনে নিষেধাজ্ঞা থাকলেও সব মহলকে ম্যানেজ করেই গড়ে তোলা হচ্ছে একের পর এক ইটভাটা।
স্থানীয় কৃষকরা জানান, ইটভাটার কারণে গত ১০ বছরের বেশি সময় থেকে ওই এলাকায় কমেছে ফসলি জমি এবং ফসলের উৎপাদন। ইটভাটার ধোঁয়ায় ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া ধোঁয়ায় লোকজন শ্বাসকষ্টসহ বিভিন্ন শারিরীক সমস্যায় ভুগছেন। প্রভাবশালী ইটভাটার মালিকরা এসব করে গেলেও দেখার কেউ নেই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১