আপডেট : ০৩ September ২০২২
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পানিতে ফেলে মারিয়া নামে এক শিশুকে (৩) হত্যা করেছে তার সৎমা। এ ঘটনায় পুলিশ সৎমা সোনিয়া বেগমকে (২৫) আটক করেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার গজালিয়া গ্রামের কাঠুয়ার খালের ওপর নির্মিত স্লুইস গেট থেকে ধাক্কা দিয়ে ওই শিশুকে খালের পানিতে ফেলে দেয় সোনিয়া। এ সময় জোয়ার থাকায় প্রচণ্ড গতিতে সিংগা নদী থেকে বিলে পানি ঢুকছিল। মুহূর্তেই শিশুটি পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশের কাছে শিশুটিকে পানিতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন। এ সময় ওই শিশুর বাবা রহমত মোল্লা, এলাকাবাসী ও আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। শিশুটির বাবা রহমত মোল্লা বলেন, আনুমানিক ৫ মাস আগে বাচ্চা প্রসব হওয়ার সময় তার স্ত্রী রিনা বেগম মারা যান। তখন সদ্য জন্ম হওয়াসহ তিন মেয়ে রেখে যান রিনা। চার মাস আগে ওই সন্তানদের লালন পালন ও দেখাশুনার জন্য একই গ্রামের মিজানুর সিকদারের মেয়ে সোনিয়াকে বিয়ে করি। কিন্তু বিয়ের পর স্ত্রী সোনিয়া তার কথা রাখেননি। তিনি বলেন, আজ সকালে জাল থেকে মাছ ছাড়িয়ে বাজারে বিক্রি করে বাড়ি ফিরে দুই মেয়েকে খোঁজাখুঁজি করলে মারিয়াকে পাওয়া যাচ্ছিলো না। সোনিয়াকে জিজ্ঞাসা করলে সে বলে জানে না। পরে সোনিয়া বাড়ি থেকে দৌড়ে পালাচ্ছিল। তখন এলাকাবাসী ও স্বজনরা তাকে ধরে ফেলেন। পরে থানায় খবর দিলে পুলিশ আসে। সে সময় তাদের কাছে মেয়েকে খালের পানিতে ফেলে দেওয়ার কথা স্বীকার করে সোনিয়া।
টুঙ্গিপাড়া থানার ওসি আবুল মনসুর বলেন, বিকেলে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির লাশ উদ্ধার করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১