আপডেট : ১৬ August ২০২২
বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলীর মাটিডালী বিমান মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার কালিবালা গ্রামের তোজাম্মেল হকের ছেলে হাবিব (২৬) এবং কর্ণপুর গ্রামের রুস্তম আলীর ছেলে রকি (২৫)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম রেজা দু'জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, হাবিব ও রকি একটি মোটরসাইকেলযোগে মহাস্থানের দিকে যাচ্ছিলেন। পথে মাটিডালী বিমান মোড় এলাকায় পৌঁছলে রংপুর থেকে ঢাকাগামী কলা বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দু'জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে হাবিবকে উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া রকিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। নিহত দু'জনের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত এলাকা ত্যাগ করায় চালক বা হেলপারকে আটক করা যায়নি। হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলেও উল্লেখ করেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১