আপডেট : ১১ June ২০২২
সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের করা কটূক্তিকর মন্তব্যের প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজ শেষে মির্জাপুর উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। এতে মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও আশপাশের বেশ কয়েকটি মসজিদের মুসল্লিসহ দলমত নির্বিশেষে সহস্রাধিক মুসল্লি অংশ নেয়। বিক্ষোভ মিছিল শেষে অংশগ্রহণকারী ও বক্তারা চব্বিশ ঘন্টার মধ্যে ভারতীয় হাইকমিশনারকে তলব, ভারতীয় পণ্য বয়কট ও নুপুর-জিন্দালের বিচার দাবি করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১