বাংলাদেশের খবর

আপডেট : ০৭ June ২০২২

দেখবেন কোনটি : নাটক না বিজ্ঞাপন!


এখন এত এত টিভি চ্যানেল। এসব চ্যানেলে প্রচারিত হয় হরেক রকম নাটক। তবে এখন এসব চ্যানেলে নাটক দেখতে চাননা দর্শক। দেখা যায়, দর্শকরা একটি নাটক মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলেও তা আর হয়ে উঠে না। কারণ, নাটকের যেখানেই মনোযোগ আকর্ষণের কিছু থাকে, নাটকের গল্পে দর্শক প্রবেশ করতে থাকেন, তখনই বাধে বিপত্তি। উটকো ঝামেলার মতো এসে হাজির বিজ্ঞাপনচিত্র। মাত্র ৪০ মিনিটের একটি খণ্ড নাটকে বিজ্ঞাপনদাতাদের সময় বরাদ্দ ২০ মিনিট মোট এক ঘণ্টা। দর্শক ত্যক্ত-বিরক্ত হয়ে যান। তারা কি নাটক দেখবেন না বিজ্ঞাপন। এ অবস্থায় কোনো নাটকই দর্শকের হূদয়ে স্থায়ীও হচ্ছে না।

জানা যায়, এখন বিজ্ঞাপন এজেন্সির কথার ওপরই চলে নাটক নির্মাণ। বিজ্ঞাপন এজেন্সিগুলোই ঠিক করে দেন, কোন নাটক কোন নির্মাতাকে দিয়ে বানানো যাবে, কোন নাটকে কোনো কোনো শিল্পীরা থাকবেন বা থাকবেন না। এই বিজ্ঞাপন এজেন্সিগুলো শিল্প কি, সংস্কৃতি কি, মূল্যবোধ কি- এসবের কিছুরই তোয়ক্কা করে না। তারা শুধু তাদেরই দেখাতে চায় বা দেখাতে বাধ্য করে। তাদের কাছে অর্থনৈতিক মুনাফার চিন্তাই সবচেয়ে বেশি। অথচ একসময় নাটকের আগে এই বিজ্ঞাপনগুলো প্রচার করত যে, কোম্পানিগুলোর সৌজন্যে নাটক প্রচার হতো। মূলত বিজ্ঞাপন প্রচারের এই সংস্কৃতিটা বদলে যাওয়ার পর থেকেই নাটকের মান কমতে শুরু করে।

নির্মাতা সালাহউদ্দিন লাভলু বলেন, ‘এখন তো যুগটাই পরিবর্তন হয়ে গেছে। এখন চ্যানেলগুলো দেখে কার কাজে ভিউ বেশি। তখন তারা কোয়ালিটির দিকে আর নজর দেয় না। ভিউটাকেই বেশি গুরুত্ব দেয়। এর বাইরে গিয়ে আমরা তো নাটক বানাতেও পারছি না। আবার আমাদের যে ভাবমূর্তি আছে, সেটা ক্ষুণ্ন করেও তো যেমন-তেমন কাজে হাত দিতে পারি না। সে কারণে আমাদের জেনারেশনের নির্মাতাদের কাজের সংখ্যাও কমে গেছে।’

বিশিষ্ট অভিনেতা ও চিত্রনাট্যকার মাসুম আজিজ বলেন, ‘এজেন্সিগুলো থেকে আমাকে বিভিন্নভাবে আকারে-ইঙ্গিতে বা সরাসরি বলে দেওয়া হয় স্ক্রিপ্টটা কেমন করতে হবে। কিন্তু আমি তো আমার লেখার ক্ষেত্রে কারও নির্দেশনায় চলতে পারি না। আপসও করতে পারি না।’ এর মানে এখন যত নাটক হচ্ছে, এর সবই এজেন্সিগুলোর সঙ্গে কথা বলেই বানানো হচ্ছে বা তারা আগে থেকেই জানেন বিজ্ঞাপন এজেন্সিগুলো কী ধরনের কোনো পলিসির নাটক গ্রহণ করবেন আর কোন ধরনের হলে সেটা ছুড়ে ফেলবেন। এর মানে, নাটক মানেই হচ্ছে ড্রয়িংরুম দর্শকদের এমন নাটক চাপিয়ে দেওয়া, যেটা বিজ্ঞাপন দাতাদের ফরমেট অনুযায়ীই হয়ে থাকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১