আপডেট : ০৭ June ২০২২
বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চরিত্রের প্রয়োজনে এবার অ্যাম্বুলেন্স চালকের ভূমিকায় রূপান্তরিত হলেন তিনি। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাম্বুলেন্স নিয়ে ছুঁটছেন এমন একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, মাঝে মাঝে ভাবি অন্য পেশাতে থাকলে কি জীবনে এত ধরনের অভিজ্ঞতা নেওয়ার সৌভাগ্য হতো? খুব নার্ভাস ছিলাম এত বড় অ্যাম্বুলেন্স চালাতে পারব কি না! কারণ, কার (গাড়ি) ড্রাইভ করলেও আগে কখনো মাইক্রো ড্রাইভ করিনি। কিন্তু অ্যাম্বুলেন্সের এক্সেলেটরে পা রাখার পর নতুন এক নিজেকে আবিষ্কার করলাম। নতুন গল্প, নতুন চরিত্র; আশা করি ভালো লাগবে। জানা গেছে, কোরবানির ঈদের জন্য নাটকটি নির্মাণ করছেন অনন্য ইমন। এতে তার সহশিল্পী সুদীপ বিশ্বাস। রাজধানীর কাওলায় চলছে এর দৃশ্যধারণের কাজ। সমপ্রতি এক মাসের বেশি ছুটিতে ছিলেন মেহজাবীন। সময়টা কাটিয়েছেন তুরস্কে। বিরতির পর গত শনিবার ফের ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১