আপডেট : ০৪ June ২০২২
ব্রাহ্মণবাড়িয়ার আখউড়ায় প্রকাশ্য দিবালোকে এক মাজার ভক্তের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা । তিনি খড়মপুর মাজার জিয়ারত করতে এসেছিলেন। ফোনটি দুপুরে ছিনতাইকারীরা নিয়ে গেলে সন্ধ্যায় উদ্ধার করা হয়। স্থানীয় এক সাংবাদিকের বিচক্ষণতায় ৫ ঘন্টার ব্যবধানে ছিনতাই হওয়া সেই মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে। পরে শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোন ব্যবহারকারীর কাছে ফোনটি বুঝিয়ে দেওয়া হয়। ছিনতাই হওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে তারা মহাখুশি। এদিকে সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা দেওয়া হলে সর্ব মহলে আলোচনা চলছে। পাশাপাশি সর্ব মহলে প্রশংসা কুড়িয়েছেন ওই সাংবাদিক। ফোন ব্যবহার কারী মো: শুভ মিয়া। সে হবিগঞ্জের মাধবপুরের চৌমহনীর গাজীপুর গ্রামের আবন মিয়ার ছেলে। সে একজন মাজার ভক্ত । সময় সুযোগ পেলে মাজার জিয়ারত করে থাকেন। শুক্রবার সে তার দুজন বন্ধু নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখউড়া পৌর শহরের খড়মপুর কেল্লা শাহর মাজার জিয়ারত করতে আসেন। জিয়ারত শেষে মাজার এলাকায় তাদের দেখা মেলে দ:ুসম্পর্কের এক আত্মীয়ের সাথে। ওই মাজার ভক্ত আত্মীয়র হাতে থাকা মোবাইল ফোনটি তার নজরে আসে। এরপর ফোনটি নিতে সে নানা কৌশল তৈরী করে। ওই আত্মীয় মাজার এলাকা থেকে তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরা ফেরা করেন। এক পর্যায়ে নিরাপদ জায়গায় পৌঁছে কিছু বুঝার আগে ভয় দেখিয়ে শুভর হাতে থাকা একটি রেলমি এন্ড্রয়েট মোবাইল ফোন তারা রেখে পালিয়ে যায়। এ ঘটনায় তাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। পরে স্থানীয় এক সাংবাদিকের বিচুক্ষনতায় ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার হয়। স্থানীয় সাংবাদিক মো: ইসমাইল হোসেন জানায়, দুপুরে দুইজন লোক থানা গেইটের সামনে বসে কান্না কাটি করছে দেখে তিনি তাদের কাছে যান। এক পর্যায়ে জিজ্ঞাসা করলে তারা বলেন, মাজার জিয়ারত করতে তারা আখাউড়ায় এসেছিলেন। এরইমধ্যে দু:সম্পর্কের আত্মীয়র সাথে তাদের দেখা হয়। ওই আত্মীয় এলাকা ঘুরাতে নিয়ে এসে ভয় দেখিয়ে তার হাতে থাকা একটি মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাদের এই কান্না দেখে একটা কিছু করতে চেষ্টা করা হয়। নানা কৌশলে বিভিন্ন জায়গায় ফোন করে খোঁজ খবর নেওয়া হয়। একপর্যায়ে ছিনতাই হওয়া ফোনটির সন্ধান পান। এরপর কৌশল করে ছিনতাইকারীরা তাদের এক আত্মীয় কাছে ফোনটি রেখে গা ডাকা দেন। খবর পেয়ে ওই আত্মীয়র কাছ থেকে সন্ধ্যায় ফোনটি উদ্ধার করা হয়। এরপর শুভর আত্মীয় স্বজনকে খবর দিয়ে তাদের হাতে ফোনটি বুঝিয়ে দেওয়া হয়। শুভ মিয়া জানায়, অনেক কষ্ট করে টাকা জমিয়ে গত ৪ দিন আগে একটি নতুন রিয়েলমি এন্ড্রয়েট মোবাইল ফোন কেনা হয়। এভাবে প্রকাশ্য দিনে দুপুরে ছিনতাই করবে তা কখনও কল্পনা করিনি। সাংবাদিক না থাকলে হয়তো আজ এই ফোনটি পেতাম না। সাংবাদিকের প্রতি চির কৃতজ্ঞ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১