বাংলাদেশের খবর

আপডেট : ২২ May ২০২২

নরসিংদীতে ২ সন্তানসহ মাকে হত্যা


নরসিংদীর বেলাবতে বসতঘর থেকে মা ও ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় তাদেরকে ছুরিকাঘাতে  হত্যা করা হয়েছে। 

নিহতরা হলেন- উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামের গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম (৩৫), তার ছেলে রাব্বি শেখ (১২) এবং মেয়ে রাকিবা আক্তার (৭)। রাহিমা বেগম পেশায় একজন দর্জি ছিলেন।

পুলিশ জানায়, নিহত রহিমার স্বামী পেশায় রং মিস্ত্রি। কাজের সুবাদে গতকাল গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে যায়। সকালে বাড়িতে এসে দেখে স্ত্রী ও দুই সন্তানের লাশ পড়ে আছে। পরে তার চিৎকারে আশপেশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধারের কাজ শুরু করেন।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ঠিক কি কারণে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে। তা এখোনো পরিস্কার নয়। তবে আমরা তদন্ত শুরু করেছি। এবং লাশ উদ্ধারের কাজ চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১