আপডেট : ১৫ April ২০২২
সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী ফিরোজ মিয়া (৩৭) নিহত হয়েছে। নিহত মোটর সাইকেল আরোহী রংপুরের পীরগাছা থানার বিঘটারি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আজ শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার কামারপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানায়, মোটরসাইকেল নিয়ে ফিরোজ মিয়া ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। এ সময় হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার কামারপাড়া ব্রিজ এলাকায় পৌছিলে অজ্ঞাতনামা যানবহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ মিয়া মারা যায়। দুর্ঘটনা কবলীত মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১