বাংলাদেশের খবর

আপডেট : ০৬ April ২০২২

মির্জাপুরে বন থেকে নারীর লাশ উদ্ধার


টাঙ্গাইলের মির্জাপুরে বন থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর এলাকার একটি বনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের ইয়াদ আলীর মেয়ে চায়না আক্তার (৩৬)।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, সে তিনদিন আগে বাবার বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখোজি করেও তার সন্ধান মেলেনি। বুধবার সকালে বাড়ির পাশের বনের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল কার্যক্রম শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে দু’তিন দিন আগে হত্যার পর লাশটি ফেলে রাখা হয়েছে। অতিরিক্ত গরমের কারণে তার মুখমন্ডল পঁচে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১