আপডেট : ০২ April ২০২২
বগুড়ার সারিয়াকান্দিতে বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৮টি ড্রেজার মেশিন, পাইপ ও আনুমানিক ১০ হাজার ঘন ফুট বালু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত বালু স্থানীয় ইউপি সদস্যের জিম্বায় রাখা হয়েছে যা পরবর্তীতে নিলাম করা হবে। গতকাল শুক্রবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ভেলাবাড়ী বালুর পয়েন্টে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন, পাইপ ও আনুমানিক ১০ হাজার ঘন ফুট বালু জব্দ করা হয়েছে। এ সময় অভিযানের খবর টের পেয়ে বালু উত্তোলনকারীরা উক্ত সরঞ্জামাদি রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে জানান, বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক স্যারের নির্দেশনা মোতাবেক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, উপজেলায় কোথাও অনুমোদিত বালু মহাল নেই। এরপরও অসাধু ব্যক্তিরা বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনের ৮ টি ড্রেজার মেশিন, পাইপ ও বালু জব্দ করা হয়েছে। এই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে প্রশাসনের এই কার্যক্রমকে এলাকার জনগন সাধুবাদ ও ধন্যবাদ জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১