আপডেট : ২৯ March ২০২২
ঈশ্বরদীতে নৌ-পুলিশের অভিযানে মাটিভর্তি ড্রাম ট্রাকসহ ২ জন আটক করা হয়েছে। আটককৃতরা হলো, ড্রাম ট্রাকের চালক উপজেলার চর মিরকামারী গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে আল মামুন(২৫) এবং হেলপার একই উপজেলার জয়নগর গ্রামের ইউনুস আলী প্রাং এর ছেলে সাকিব (১৯)। আজ মঙ্গলবার (২৯ মার্চ) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদার (মানিক মোড় হাট) এলাকার পদ্মার শাখা চর হতে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় এই অভিযান পরিচালিত হয়। লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল রাজ্জাক ও এসআই মির্জার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে দুজনকে আটক করতে সক্ষম হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ি এসআই আব্দুর রাজ্জাক জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাদের পাবনা জেলহাজতে প্রেরণ করা হবে। পদ্মার চরে অবৈধভাবে মাটি ও বালু কাটার বিরুদ্ধে আরও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ আব্দুল হান্নান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১