আপডেট : ১৯ March ২০২২
ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এ পোল্ট্রি খাদ্য গুদাম থেকে খালি ৭০০ বস্তা বিক্রি করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে রেদোয়ান সুমন আকন্দ নামের এক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনা গণমাধ্যম কর্মীদের নজরে আসার পর তড়িঘড়ি করে মার্চের ১ তারিখে একটি জমা রশিদ তৈরির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে জানা যায় যে, পোল্ট্রি বিভাগের খাদ্য গুদামে খালি হওয়া ৭০০ বস্তা কাউকে না জানিয়ে বিক্রি করে দিয়েছে দায়িত্বরত ওই কর্মকর্তা। তিনি দীর্ঘ ৫ বৎসর যাবৎ পোল্ট্রি বিভাগের গুদাম কর্মকর্তার দায়িত্বে আছেন বলে জানা গেছে। গত ২ মার্চ অভিযুক্ত পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা রেদোয়ান আকন্দ সুমনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বস্তা গুলো নষ্ট হয়ে যাচ্ছিল তাই আমি নিজেই কারো অনুমতি ছাড়াই বস্তা গুলো বিক্রি করে দিয়েছি। যেহেতু আমি এটার দায়িত্বে আছি। এটাতো ভাই খুব ছোট বিষয়। ঠিকআছে এরপর থেকে আর এমনটা হবেনা। আমি এখনই টাকাটা হিসাব খাতায় জমা করে দিব। এ বিষয়ে পোল্ট্রি বিভাগের প্রধান শাকিলা ফারুক বলেন, আমাদের বস্তাগুলো আগে এইভাবে কখনো বিক্রি হয়নি। আগে আমাদের কর্মচারীরা ২-৪ টা বস্তা এমনিতেই নিয়ে যেতো। যেহেতু এখন এটা বড় আকারে হচ্ছে। তাই আমরা এখন থেকে এইটা টেন্ডার বা কোটেশনের মাধ্যমে দিবো। অভিযুক্ত সুমনের স্বীকারোক্তি অনুযায়ী বস্তুা বিক্রির কথা জানতে চাইলে তিনি বলেন, আমরা এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব। যদিও এটা বিক্রির সময় আমদের এবং ডিজির অনুমতি ছিল। তিনি আরও বলেন, "দেখেন এইটাতো ফার্ষ্ট টাইম। এরপর থেকে আমরা প্রসিডিওর মেনেই কাজ করবো। ভুলত্রুটি মানুষই করে।আপনি এটা নিয়ে কিছু কইরেন না"
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১