বাংলাদেশের খবর

আপডেট : ১১ March ২০২২

শিপন-ভাবনার ‘আদম সুরত’


মুক্তিযুদ্ধের সময়কার একটি রাজাকার পরিবারের সাথে গ্রামের অন্য পরিবারগুলোর মধ্যকার নানান রকম পরিবেশ পরিস্থিতির গল্প নিয়ে সৈয়দ মহিবুর রহমানের রচনায় ও জুয়েল রানার পরিচালনায় নির্মিত হয়েছে স্বাধীনতা দিবসের বিশেষ টেলিফিল্ম ‘আদম সুরত’।

টেলিফিল্মটিতে একজন এতিম যুবক ‘হাতেম’ চরিত্রে দেখা যাবে শিপন মিত্রকে। এতিমখানার এক মাওলানা তার দায়িত্ব নেন। এই এতিম ছেলে একসময় মাওলানার সহকারী হিসেবে আবির্ভূত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে মাওলানা রাজাকার বাহিনীতে যোগ দিলে তার শিষ্য হাতেমও তার সাথে যোগ দেয় পাকিস্তানি হানাদারদের দলে। তবে হাতেমকে এক তরফা ভালোবেসে যাওয়া মাওলানার মেয়ে তাকে এই কাজে বাধা দেন। তারপর কি হয়? হাতেম কি নিজের ভুল বুঝতে পারে? নাকি তার অপকর্মের শাস্তি পান? সেসবের উত্তর মিলবে ‘আদম সুরত’ রিলিজের পর।

রাজাকারের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ভাবনা টেলিছবিটি নিয়ে জানান, অনেক সুন্দর গল্প। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। সবার ভালো লাগবে বলেই বিশ্বাস।

শিপন মিত্র জানান, বন্ধুসুলভ এবং সাপোর্টিং একজন মানুষ ভাবনা। যার সাথে কাজ করার সময় অনেক কিছুই শেখা যায়। আসলে নিজের পেশা বা নিজের জায়গা থেকে মুক্তিযুদ্ধের সাথে জড়িয়ে আছে এমন যেকোনো কাজে অংশগ্রহণ একজন মানুষের জন্য অনেক বড় একটা প্রাপ্তির। নিজের দেশ, স্বাধীনতা, পতাকা এসবের প্রতি একজন মানুষের ঋণ তো শোধ হবার নয়, তবে এমন একটা কাজে নিজেকে যুক্ত করাটা মনে একটা প্রশান্তি নিয়ে আসে। তাই স্বাভাবিকভাবেই ‘আদম সুরত’ আমার কাছে অনেক বেশি ভালোবাসার একটা কাজ। আশা করি আমাদের টেলিফিল্মটা দর্শকদের কাছে ভালো লাগবে।

টেলিভিশন, ওটিটি এবং চলচ্চিত্র বিনোদনের তিন মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন দেশা দ্যা লিডার খ্যাত এই অভিনেতা। সবকিছু ঠিক থাকলে ঈদে রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া মোস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বলো তারে’ এবং শোয়েব সজীবের ‘সুজুকি’ এই বছরেই রিলিজ পাবে বলে জানা গেছে।

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে টেলিফিল্মটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে সম্প্রচারিত হবে বলে জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১