আপডেট : ০৩ March ২০২২
টাঙ্গাইলে হৃদরোগে আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান তালুকদার মৃত্যুবরণ করেছেন। গতকাল বুধবার (২ মার্চ) ভোর রাতে তিনি মৃত্যুবরণ করেন। মাসুদুল হাসান তালুকদার দেলদুয়ার উপজেলার ৯নং আটিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সরকারি সা'দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদ যোহর উপজেলার আটিয়া ইউনিয়নের নান্দুরিয়া কেন্দ্রীয় কবরস্থান মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করা হবে। তিনি স্ত্রী, দুই সন্তান, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাসুদুল হাসান তালুকদার এর মৃত্যুতে, গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিমসহ জেলা ও উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ও প্রার্থী মৃত্যুর কারণে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে স্থগিত হওয়া দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাসুদুল হাসান তালুকদার নির্বাচিত হন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১