আপডেট : ২৫ February ২০২২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ শুক্রবার সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মশাল হাতে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবারও আগের স্থানে ফিরে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় 'ধর্ষকের ফাঁসি চায়', 'একটা করে ধর্ষক ধরো, ধরে ধরে জবাই করো' 'বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষকের ঠাঁই নাই' সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, "শিক্ষার্থীরা পড়াশোনা করতে এসে যদি এমন নির্যাতনের শিকার হতে হয় তাহলে তারা কোথায় যাবে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। ছাত্রী নির্যাতন ও ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই।" প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী গত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। পথিমধ্যে ৭-৮ জন মিলে ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা সহপাঠীকে মারধর করে এবং গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে নিয়ে ছাত্রীকে গণধর্ষণ করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১