আপডেট : ১৫ February ২০২২
রাজশাহী বিশ্ববিদ্যালয় সকল বর্ষের ক্লাস আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয় আগামী ২২ তারিখ থেকে স্বাস্থ্যবিধি মেনে পুনারায় ক্লাস পরীক্ষা চালু থাকবে। অফিসসমূহ পূর্বের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ব্যাপকহারে বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। দীর্ঘ ১৮ মাস পর অবস্থার কিছুটা পরিবর্তন হলে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর আবারও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। এর পাঁচ মাস পর গত ২১ জানুয়ারি করোনাভাইরাস ও এর নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১